লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে ভারত-পাকিস্তান!
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৯ মার্চ ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে হবে সব ম্যাচ।
চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া গ্রুপও জমা দিয়েছে পিসিবি। 'এ' গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হতে পারে মার্চের ১ তারিখ, লাহোরে। এমনটাই জানিয়েছে আল-জাজিরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে ফিক্সচার তৈরি করে আইসিসির কাছে জমা দিয়েছে পিসিবি। সেখানেই ভারত-পাকিস্তানের ম্যাচটি ১ মার্চ রাখা হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিক কোনো খবর নয়। পিসিবির এক সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা প্রকাশ করেছে তথ্যটি।
চ্যাম্পিয়ন্স ট্রফির 'এ' গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 'বি' গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সেমি-ফাইনালে।
খেলা পাকিস্তানে হওয়ার ভারতের অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। সেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের দিনক্ষণ আর ভেন্যুও ঠিক করে ফেলেছে পিসিবি। সব মিলিয়ে এখন দেখার বিষয়, ম্যাচটি সময় মতো মাঠে গড়ায় কিনা।