রুশ বিমান হামলায় ইউক্রেনের লাখো মানুষ বিদ্যুৎহীন
ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুমি অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রায় এক লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর বিবিসি'র।
ইউক্রেনীয় জাতীয় গ্রিড অপারেটর সংস্থা ইউক্রেনারগো জানিয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহরের বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলার পর থেকে ওই অঞ্চলের বাসিন্দারা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে।
রাশিয়া বেশকিছু দিন ধরে ইউক্রেনজুড়ে অন্যান্য স্থাপনায় হামলার পাশাপাশি জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করছে। এতে প্রায়ই ব্ল্যাকআউটের (বিদ্যুৎবিচ্ছিন্ন) শিকার হচ্ছেন দেশটির বাসিন্দারা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন।
ইউক্রেনারগোর তথ্যমতে, গত তিন মাসে ইউক্রেন ৯ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হারিয়েছে। রুশ হামলায় সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশিরভাগ জলবিদ্যুৎ স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনারগোর মারিয়া সাতুরিয়ান বিবিসিকে বলেন, ঘন ঘন এবং দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক ভোক্তারা বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ হয়ে আছেন। তবে কোনো উপায় নেই বলেও জানান তিনি।
তিনি বলেন, 'আমরা যুদ্ধে আছি। জ্বালানি খাতগুলো এখন রুশ সন্ত্রাসীদের টার্গেট। আমরা বিদ্যুতের ওপর নির্ভরশীল হলেও স্বাধীনতার জন্য আমাদের এই মূল্য দিতে হচ্ছে'।
এদিকে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ৫-৬ জুলাই রাতে রাশিয়ার ছোড়া ২৭টি শাহেদ কামিকাজে ড্রোনের মধ্যে ২৪টি গুলি করে ভূপাতিত করেছে। এয়ার ফোর্স কমান্ড টেলিগ্রামে জানিয়েছে, সুমি অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইলেকট্রনিক জ্যামিং ও বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন