যে পাঁচটি রেকর্ড কেবল ধোনির
ভারতীয় ক্রিকেটের ঠিক কোথায় অবস্থান মহেন্দ্র সিং ধোনির? উত্তরে কেউ যদি বলেন, ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় উপাখ্যানের নাম মহেন্দ্র সিং ধোনি; হয়তো কেউ-ই বাগড়া দেবেন না। তর্ক না জুড়ে সবাই এই বাক্যে সুর মেলাবেন। সঙ্গে বলে উঠবেন, ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক ধোনিই।
নেতৃত্বগুণ আর কার্যকরী ব্যাটিংয়ে ভারতকে অনেক ম্যাচ জেতানো সাবেক এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টা ২৯ মিনিট থেকে অবসরপাপ্তদের খাতায় নাম উঠে গেছে ধোনির। ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ভারতের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন ২০১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ভারতের হয়ে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮টি টি-টোয়েন্টি খেলা ধোনির আন্তর্জাতিক সফর শুরু হয় ২০০৪ সালে। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক সাফল্যই কিংবদন্তি এই অধিনায়কের পায়ে লুটিয়েছে। এর মধ্যে পাঁচটি রেকর্ড গড়েছেন ধোনি, যা ক্রিকেট ইতিহাসে আর কারও নেই।
একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্টের শিরোপা জেতা
ক্রিকেট ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসির তিনটি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ধোনির নেতৃত্বে সেরার মুকুট জেতে ভারত। চার বছর পর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক। এরপর ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির নেতৃত্বে শিরোপা জেতে ভারত।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ
৩৩২টি আন্তর্জাতিক ম্যাচে (২০০ ওয়ানডে, ৬০ টেস্ট ও ৭২ টি-টোয়েন্টি) ভারতকে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বের আর কোনো অধিনায়ক এতো ম্যাচে নেতৃত্ব দেননি। ধোনির পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং। ৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে অজিদের অধিনায়ক ছিলেন তিনি। ক্রিকেট ইতিহাসে ধোনিই একমাত্র অধিনায়ক, যিনি তিন ফরম্যাটেই ৫০টির বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।
ওয়ানডেতে সবচেয়ে বেশি ফাইনালজয়ী অধিনায়ক
ওয়ানডে ফরম্যাটে ৬টি বহু-জাতিক টুর্নামেন্টের ফাইনালে ভারতের নেতৃত্ব দিয়েছেন ধোনি। এর মধ্যে চারটি টুর্নামেন্টের ফাইনাল জিতেছে ভারত। ক্রিকেট ইতিহাসের আর কোনো অধিনায়ক এতোগুলো বহু-জাতিক টুর্নামেন্টের ফাইনাল জিততে পারেননি। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে ধোনি ১১০টি ওয়ানডে জিতেছেন, যা দ্বিতীয় সেরা। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৬৫টি ওয়ানডে জেতার রেকর্ড রিকি পন্টিংয়ে দখলে।
সবচেয়ে বেশি নট আউট থাকা
ব্যাটসম্যান হিসেবেও কম কীর্তি নেই ধোনির। ৩৫০টি ওয়ানডের মধ্যে ৮৪টি ম্যাচে নট আউট থেকেছেন তিনি। এটাও একটি বিশ্ব রেকর্ড। এরপরই আছেন দক্ষিণ আফ্রিকার শন পোলক। প্রোটিয়া সাবেক এই অলরাউন্ডার ৭২ ম্যাচে অপরাজিত ছিলেন। ধোনির ৮৪টি অপরাজিত থাকা ম্যাচের মধ্যে ৫১ ম্যাচে রান তাড়া করেছে ভারত। এর মধ্যে ৪৭টি ম্যাচে জিতেছে ভারত। বাকি চার ম্যাচের মধ্যে দুটিতে হেরেছে তার দল এবং দুটি ম্যাচ টাই হয়।
আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি স্টাম্পিং
উইকেটের পেছনেও দারুণ ছিলেন ধোনি। উড়ন্ত বলাকার মতো ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করতেন তিনি। দারুণ সব কৌশলে স্টাম্পিং করতেও তার জুড়ি ছিল না। ৩৫০ ওয়ানডেতে ১২৩টি স্টাম্পিং করেছেন ধোনি, যা বিশ্ব রেকর্ড। একমাত্র উইকেটরক্ষক হিসেবে ১০০টির বেশি স্টাম্পিং করা উইকেটরক্ষক ধোনিই। মোট ডিসমিসালের (৪৪৪টি) দিক থেকে ধোনির অবস্থান তিন নম্বরে। তার আগে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গকারা (৪৮২) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৪৭২)।