২৪ ঘণ্টা সাগরে ভাসার পর ১৪ নাবিক জীবিত উদ্ধার
বৈরী আবহাওয়ার কবলে পড়ে চট্টগ্রাম থেকে নারায়নগঞ্জ যাওয়ার পথে ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি আক্তার বানু'র ১৪ নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় দুর্ঘটনার পর লাইফ জ্যাকেট পরে ২৪ ঘণ্টা জাহাজে ভাসার পর রোববার সকাল ১০ টার দিকে একটি ফিশিং ট্রলারের সহযোগীতায় নিঝুম দ্বীপ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ১৪ জন নাবিক বর্তমানে হাতিয়া সূর্যমূখী আছকা বাজার এলাকায় রয়েছেন।
লাইটার জাহাজ এমভি হেলেঞ্জা-২ এর মাস্টার সোহেল রানার মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনা কবলিত আক্তার বানু জাহাজের মাস্টার জিয়াউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শনিবার সকালে প্রচ- বাতাসে জাহাজে পানি ঢুকে যায়। অনেক চেষ্টা করেও উপকুলে ভিড়তে না পারায় লাইফ জ্যাকেট পরে ১৪ জন একসঙ্গে সাগরে লাফ দিই।
''২৪ ঘণ্টা সাগরে ভাসার পর রোববার সকাল ১০ টার দিকে নিঝুম দ্বীপ এলাকায় অবস্থানরত ফিশিং ট্রলারে নিয়োজিত স্থানীয়রা আমাদের উদ্ধার করে। বর্তমানে আমরা ১৪ জন একসঙ্গে হাতিয়ার সূর্যমুখী আছকা বাজার এলাকায় অবস্থান করছি'', যোগ করেন তিনি।
আক্তার বানু জাহাজের শিপিং এজেন্ট শাহ আমানত শিপিং এর অপারেটিং ম্যানেজার মো রাজু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আক্তারবানু জাহাজের মাস্টারসহ ১৪ জনকে জীবিত উদ্ধার হয়েছে। হাতিয়া থেকে তাদের নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
জাহাজটির কার্গো এজেন্ট লিটমন্ড শিপিং এর অপারেশন ইনচার্জ জাহিদ হোসেন বলেন, উদ্ধার হওয়া নাবিকদের চট্টগ্রামে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দুটি ট্রলার পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ১৮০০ টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে শনিবার সকালে হাতিয়া এলাকায় আকতার বানু জাহাজটি ডুবে যায়।