শাহবাগে পুলিশের ব্যারিকেড সরিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা
পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে আগত কয়েক হাজার আন্দোলনকারীর একটি বিক্ষোভ মিছিল শাহবাগে পৌঁছে।
আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে একবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত গেলেও পরে আবার সেখান থেকে শাহবাগ ফিরে আসেন।
রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আকতারুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাদের বুঝিয়ে ফিরিয়ে এনেছি।'
'আমরা শান্তিপূর্ণ অবস্থানে আছি। আমরা চাই শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে ফিরে যাক,' বলেন ঢাকা মহানগর পুলিশের এ কর্মকর্তা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শিক্ষার্থীদের উদ্দেশে এর আগে বলেছিলেন, আজকের 'বাংলা ব্লকেড' কর্মসূচি কেবল শাহবাগ মোড়েই সীমাবদ্ধ থাকবে।
'আমাদের আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী প্রবেশের শঙ্কা রয়েছে। এজন্য সকলকে শৃঙ্খলার সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো গোষ্ঠী আমাদের বিতর্কিত করতে না পারে,' বলেন তিনি।
শাহবাগে শিক্ষার্থীরা সমবেত হওয়ার পর সেখানে অবস্থিত মেট্রোরেল স্টেশনের চারটি ফটকেই সাময়িক সময়ের জন্য তালা মেরে রাখে কর্তৃপক্ষ।
এর আগে এ দিন সারজিস আলম বলেন, 'বৈরী আবহাওয়া কিংবা পুলিশ ও ছাত্রলীগের সতর্ক অবস্থান সত্ত্বেও আমাদের ঘোষিত কর্মসূচি অন্যদিনের মতো পালিত হবে। আমরা সত্যের পক্ষে আছি, আমরা অনিরাপদ বোধ করছি না।'
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ঢাকার বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হতে থাকেন।
এ সময় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মী রাজু আহমেদ টিবিএসকে বলেন, কেন্দ্রীয় নির্দেশে তারা সেখানে সমবেত হয়েছেন। 'আমরা দেশে আন্দোলনের নামে উন্নয়ন বিরোধীদের অপতৎপরতা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সজাগ করতে এসেছি। যেন তারা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি না করে।'