আলোচনা নয়, দাবি মেনে নিতে হলে প্রজ্ঞাপন জারি করতে হবে: আন্দোলনের সমন্বয়ক
কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান বলেছেন, সরকারের সাথে আলোচনার বিষয়ে ভাবছেন না তারা। বরং তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করলে রাজপথ থেকে সরে যাবেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার নীতিগতভাবে কোটা সংস্কারের বিষয়ে একমত, এবং শিক্ষার্থীরা যখনই রাজি হবে, তখনই তাদের সাথে সরকার আলোচনা করবে।
এই প্রেক্ষাপটে, আন্দোলনকারীদের অবস্থান জানতে নাজমুল হাসানের সাথে ফোনালাপ করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ইঙ্গিত সরকার দিচ্ছে, তাহলে আলোচনায় বসবেন না কেন? টিবিএসের এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, 'কিছুদিন আগে বলেছে এটা উল্টাপাল্টা দাবি, এটা কোনো দাবি হতে পারে না, আপনারা কি রাজাকার? এখন আবার বলছে, তারা নাকি নীতিগতভাবে একমত, সেক্ষেত্রে সকল গ্রেডে সরাসরি কোটা বাতিল করে, বা কিছু কোটা রেখে প্রজ্ঞাপন জারি করে দিক। তারপর আমরা ভাবব, আমরা আর ঝুলে থাকতে চাই না।'
এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছিলেন, সেখান থেকে কি সরে এসেছেন – এমন প্রশ্নের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, 'আমরা সেটা চেয়েছিলাম আগে, কিন্তু সরকার তো সেই জায়গায় যায় নাই। আমাদের ১০ জন ছাত্রের তাজা প্রাণ তারা কেড়ে নিয়েছে।
'এখনো সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়, আমাদের নিরস্ত্র ছাত্রদের ওপর হামলা চালাচ্ছে। ঝুলে রাখার মতো অবস্থায় আমরা আর যাব না। যদি সরকার ছাত্রবান্ধব হয়ে থাকে, তাহলে অতি শীঘ্রই যেন তারা প্রজ্ঞাপন জারি করে আমাদের দাবি মেনে নেয়।'
তাহলে আপনি বলছেন, এখন আলোচনার কিছু নেই, দাবি মেনে নিতে হলে প্রজ্ঞাপন জারি করতে হবে? — এমন প্রশ্নের জবাবে ঢাকা কলেজের এ শিক্ষার্থী বলেন, 'আগে থেকেই আমরা সবকিছু স্পষ্ট করে বলেছি। কিন্তু এনিয়ে সময়ক্ষেপণ করে, প্রেশার ক্রিয়েট করে আমাদের ভাইবোনদের রক্তাক্ত করা হয়েছে।'
বৃহস্পতিবার (১৮ জুলাই) এক ফেসবুক পোস্টে কোটা আন্দোলনের আরেত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 'রক্ত মাড়িয়ে সংলাপ নয়।'
আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, 'গুলির সাথে কোন সংলাপ হয় না। এই রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।'
'একদিকে গুলি আর লাশ; অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে?' ফেসবুকে লিখেছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম।
এর আগে কোটা সংস্কার আন্দোলনের নেতারা সরকারের বিরুদ্ধে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সহিংসতার দিকে ধাবিত করার অভিযোগ করে বলেন, সরকার হস্তক্ষেপ না করা পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ ছিল।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে অঙ্গীকার করেন তারা।
'শর্তহীনভাবে এক দফা দাবি আদায়, হল-ক্যাম্পাস খোলা, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাস থেকে সকল বাহিনী প্রত্যাহার, খুনি ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে,' বলে জানান আসিফ মাহমুদ।
তিনি আরও বলেন, 'যারা আমাদেরকে ঘিরে ফেলার ষড়যন্ত্র করেছিল, এদেশের জনগণ তাদেরকে ঘিরে ফেলেছে। কোন ষড়যন্ত্রেই আন্দোলন নস্যাৎ করতে দেওয়া হবে না।'