যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ৩
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আজ সোমবার (৫ আগস্ট) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রাসেল (২৫), আব্দুর রহমান (৩০) ও রাকিব হোসেন (৩০)।
সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে তিনজন গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।
জানা যায়, সুমন নামে এক পথচারী গুলিবিদ্ধ রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী সুমন জানান, কাজলা ব্রিজের নিচে রাসেলকে গুলি করা হয়েছে। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।
দুপুর দেড়টার দিকে গুলিবিদ্ধ আরও দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার সামনে সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।