এবার ১০২টি চামচ দিয়ে তৈরি টপ পরে নজর কাড়লেন অভিনেত্রী কেট ব্ল্যানচেট!
হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। কিছুদিন আগেই কানের লাল গালিচায় ফিলিস্তিনের পতাকাসদৃশ জামা পরে আলোড়ন তুলেছিলেন। এবার চামচের বানানো টপ পরে আবার আলোচনায় আসলেন তিনি।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে 'বর্ডারল্যান্ডস' ছবির রেড কার্পেট ইভেন্টে ১০২টি অ্যান্টিক চামচ দিয়ে তৈরি সুইডিশ ব্র্যান্ড হোদাকোভারের পোশাক পরে আসেন এই অস্ট্রেলীয় তারকা।
অদ্ভুত এ চামচের জামার ডিজাইনার এলেন হোদাকোভা লারসন। জানা গেছে, টপে বসানো পুরোনো চামচগুলো সুইডেনের একটি গ্রাম থেকে সংগ্রহ করেছেন তিনি।
পুরোনো বিভিন্ন উপকরণ থেকে দামী, বিলাসবহুল জিনিসে রুপান্তরের জন্য খ্যাতি আছে ডিজাইনার এলেনের। অভিনেত্রী কেটের ব্যাপারটাই একই রকম।
এর আগেও রেড কার্পেটে পুরোনো জামা পরে এসে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। গতবছর, চার বছরের ব্যবধানে দুটি চলচ্চিত্রের প্রিমিয়ারে একই কাস্টম আলেকজান্ডার ম্যাককুইন স্যুট পরেছিলেন কেট।
ফ্যাশনে কাটলারির ব্যবহার অবশ্য নতুন নয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, লন্ডন ফ্যাশন উইক চলাকালীন, ডিজাইনার দিলারা ফিন্ডিকোগলু পুরোনো ছুরি দিয়ে একটি আকর্ষণীয় গাউন তৈরি করেছিলেন, যা পরবর্তীতে এমা করিন এবং হারি নেফের মতো তারকারা পরিধান করেন।
কেট ব্ল্যানচেট, এলি রথ পরিচালিত ২০২৪ সালের সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি বর্ডারল্যান্ডস-এ লিলিথ চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি একটি জনপ্রিয় ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত।