এইচপির নতুন প্রধান কোচ টবি র্যাডফোর্ড
ইংলিশ কোচ টবি র্যাডফোর্ডকে হাই পারফরম্যান্স দলের (এইচপি) প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং ও সহকারী কোচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বিসিবি।
বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, আগামী বছরের আগস্ট পর্যন্ত এইচপি দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন র্যাডফোর্ড। শ্রীলঙ্কায় এইচপি দলের ক্যাম্প দিয়ে মিশন শুরু হবে ইংলিশ এই কোচের।
খেলোয়াড় হিসেবে সফরটা খুব বেশি বড় করতে পারেননি তিনি। পাঁচ বছরের ক্যারিয়ারে ১৪টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন তিনি। তবে কোচ হিসেবে বেশ সফল র্যাডফোর্ড।
লেভেল-৪ পর্যায়ের কোচ ও সাবেক প্রথম শ্রেণির এই ক্রিকেটার বেশ কয়েকটি দলে কোচিং করিয়েছেন। ২০১২-১৩ ও ২০১৬-১৯ দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন র্যাডফোর্ড।
এ ছাড়া ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল গ্ল্যামরগন ও মিডলসেক্সের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরামর্শক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে র্যাডফোর্ডের।
ক্যারিবিয়ানদের হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক ছিলেন র্যাডফোর্ড। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলকে কোচিং করানো ইংলিশ এই কোচ এইচপির দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত।
র্যাডফোর্ড বলেছেন, 'বিসিবির এইচপি দলের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার আছে। তাদের সঙ্গে কাজ করা এবং আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্যের জন্য ওদের বিকশিত করা হবে দারুণ একটি ব্যাপার।'
'ভবিষ্যতের জন্য ক্রিকেটারদের তৈরি করার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিসিবিকে ধন্যবাদ দিতে চাই। কাজ শুরু করতে আমি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।' যোগ করেন র্যাডফোর্ড।
সেপ্টেম্বরের শেষের দিকে শ্রীলঙ্কা সফরে যাবে জাতীয় দল। মুমিনুল-তামিমদের সঙ্গী হবে এইচপি দলও। জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছাড়াও শ্রীলঙ্কায় আরও কিছু ম্যাচ খেলবে এইচপি দল।