এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমপর্যায়ের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা এ বছর অনুষ্ঠিত হবে না। শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমপর্যায়ের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার মো. আবুল খায়ের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পরবর্তী করণীয় কী, সে বিষয়ে কাজ করছে মন্ত্রণালয়।
এর আগে, করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) অনুষ্ঠিত না হওয়ার কথা ২৫ আগস্ট জানিয়ে দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।