ধানমন্ডি ৩২-এ ভিড়তেই পারছে না আওয়ামী লীগ
রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িসংলগ্ন সড়ক ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে ছাত্র-জনতা ও বিএনপি-জামায়াত কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোর থেকেই এমন চিত্র দেখা যায়। এ সময় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
শুক্রাবাদ মোড় থেকে ৩২ নম্বর ও মেট্রো শপিং মল, ৩২ মোড় ও স্কয়ারের সামনে অবস্থান নিয়ে আছে আন্দোলনকারী ছাত্র-জনতা।
ধানমন্ডি ৩২ লেকপাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন।
এছাড়া বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মেট্রো শপিং মল মোড়ে অবস্থান নিয়েছেন।
এদিকে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি।
এর মধ্যে সন্দেহভাজন কাউকে দেখলেই মোবাইল চেক করছে শিক্ষার্থীরা। এদিকে পান্থপথ মোড় ও শমরিতা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
আজ কেন এখানে অবস্থান নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাদ বলেন, 'আওয়ামী লীগ সরকার গত জুলাই থেকে ছাত্রদের ওপর এক অমানবিক নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। তার ফলস্বরূপ ছাত্ররা এদেশ থেকে স্বৈরাচারের মূল উৎপাটন করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তা নস্যাৎ করার জন্যই আওয়ামী লীগ আবারও ধানমন্ডি ৩২-এ অবস্থান নিয়ে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি পাঁয়তারা করছে। তা রুখে দিতেই আজকে আমাদের অবস্থান।'
সংগীতশিল্পী গোলাম মাওলা বলেন, 'আমার দুই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাদের সাথে আমিও এসেছি। শেখ হাসিনা ও তার সরকার গত ১৫ বছরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবিকে পুঁজি করে দেশে একটি ভয়ের পরিবেশ তৈরি করেছে। তার অংশ হিসেবে আজ ১৫ আগস্ট তারা আবারও ৩২ নম্বরে জড়ো হয়ে মানুষের মনে একটি আতঙ্ক ধরিয়ে দিতে চাচ্ছে। সে আতঙ্ক দূর করতেই আমার ছেলেদের সাথে আমিও ৩২-এ অবস্থান নিয়েছি।'