দুনিয়ার সবচেয়ে দামি পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ, দাম ৩০ হাজার টাকা
ফাস্ট ফুডে সাধারণত টাকা বাঁচাতেই অনেকে পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ অর্ডার করেন। অথচ যুক্তরাষ্ট্রের শিকাগোর পিবি-অ্যান্ড-জে রেস্তোরাঁ এ ধরনের এমন স্যান্ডউইচ তৈরি করেছে, যেটির একেকটির দামই ৩৫০ ডলার বা প্রায় ২৯ হাজার ৭০০ টাকা!
পৃথিবীর সবচেয়ে দামি পিনাট বাটার অ্যান্ড জেলি স্যান্ডউইচ এটি।
'গোল্ডেন গুস' নামের এই স্যান্ডউইচে রয়েছে স্বর্ণরেণুর প্রলেপ। তবে সেটি অবশ্যই স্বাস্থ্য সম্মত। তাছাড়া জেলি তৈরি করা হয় সবচেয়ে দামি কিশমিশ দিয়ে।
অন্যদিকে এই স্যান্ডউইচে ব্যবহার করা হয় পৃথিবীর অন্যতম বিরল ধরনের মধু- মানুকা হানি। এক কথায়, স্যান্ডউইচটির সব উপাদানই দামি।
নিজেদের রেস্তোরাঁয় দুনিয়ার সবচেয়ে দামি স্যান্ডউইচ তৈরি করার ভাবনা থেকেই এটির বাস্তবায়ন করেছেন পিবি-অ্যান্ড-জে'র মালিক ভ্রাতৃদ্বয়- ম্যাথু ও জশ ম্যাকক্যাহিল।
স্যান্ডউইচটি অবশ্য চাওয়ামাত্রই পাওয়া যায় না। এরজন্য অন্তত একদিন আগে অর্ডার করতে হয়।
- সূত্র: অডিটি সেন্ট্রাল