এবার পাবজি-সহ ১১৮ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত
গালোয়ান সংঘর্ষের পর দু'দফায় চীনের তৈরি মুঠোফোন অ্যাপে নিষেধাজ্ঞা চাপিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তখন থেকেই নিষিদ্ধ অ্যাপের তালিকায় পাবজি'র (PUBG) নাম থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। পংগংসো হ্রদের কাছে সম্প্রতি নতুন উত্তেজনার মধ্যে সেই গেমিং অ্যাপের উপরও নিষেধাজ্ঞা চাপানো হলো। পাশাপাশি আরও ১১৭ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, 'ঝুঁকির মাত্রা' বিবেচনা করে ১১৮ টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে। যা 'ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার, ভারতের প্রতিরক্ষা, দেশের সুরক্ষা ও আইনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক।' খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতে ব্যাপক জনপ্রিয় পাবজি। প্রতিদিন প্রায় এক কোটি ৩০ লাখ ভারতীয় গেমটি খেলেন।
তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ অনুচ্ছেদের আওতায় চীনা অ্যাপটি নিষিদ্ধ করা হয়। এ পদক্ষেপ কোটি কোটি ভারতীয় নাগরিকের মোবাইল ও ইন্টারনেট সুরক্ষা নিশ্চিত করবে বলে দাবি করে দেশটির কেন্দ্রীয় মন্ত্রণালয়টি।
তবে যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করেই সোজাপথে চীনকে মোকাবিলায় ব্যর্থ হয়ে, অর্থনৈতিক ক্ষতির উদ্দেশ্যে এসব প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, বলে নিরপেক্ষ বিশেষজ্ঞ মহলে সমালোচনা রয়েছে।