ময়মনসিংহে শুরু হচ্ছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব
‘লেটস সিনেমা’ স্লোগান নিয়ে ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ’।
‘সিনেমা বাংলাদেশ’ নামে একটি সংগঠন ময়মনসিংহ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫-৭ সেপ্টেম্বর এই আয়োজন করবে।
আয়োজকরা বলছেন, এই উৎসবে প্রদর্শিত হবে দেশ-বিদেশের ৭৪ টি চলচ্চিত্র, অতিথি হিসেবে থাকবেন বেশ কয়েকজন আন্তর্জাতিক নির্মাতা।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে বিশ্বের ১০১ টি দেশের তরুণ নির্মাতাদের প্রায় ১ হাজার ৭০০ চলচ্চিত্র। আয়োজনের শেষ দিনে বিচারকের রায়ে সেরা আটটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, তাদের এই আয়োজনে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ।
সংবাদ বিজ্ঞপ্তিতে এই উৎসবের প্রযোজক ও তরুণ নির্মাতা হেমন্ত সাদীক বলেন, “গত উৎসব থেকে বাংলা তথা ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের পথিকৃৎ হীরালাল সেন এর নামে একটি পুরস্কারের প্রবর্তন করেছে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ এর আয়োজক কমিটি। এবার বাংলাদেশি তরুণদের শতাধিক চলচ্চিত্র জমা পড়েছে ‘হীরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশী চলচ্চিত্র’ বিভাগে।”
আয়োজকরা আরো বলছেন, উৎসবের অংশ হিসেবে দেশ-বিদেশের ৫০ জন নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। যাতে নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসূন রহমান, জসীম আহমেদ, কথাশিল্পী সাদাত হোসাইন প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে সিনেমা বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জিসান মাহাদি বলেন, “লক্ষ্মীপুর ও রংপুরে সফলভাবে দু’টি উৎসব আয়োজনের পর এটি সিনেমা বাংলাদেশ এর তৃতীয় আয়োজন। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য অঞ্চলেও আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।”
প্রতিযোগিতার বাইরে এই সময়ের আলোচিত তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে ‘আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে’।
বিজ্ঞপ্তিতে উৎসব সূচী ও অন্যান্য তথ্যের জন্য cinemabangladesh.org দেখতে বলা হয়েছে। উৎসবের চলচ্চিত্র দেখতে কোন ফি দিতে হবে না বলেও সেখানে জানানো হয়।