দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই তাসকিন-নাহিদ
প্রথম টেস্ট ভালো যায়নি, ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ দিন লাঞ্চের আগেই হার মেনে নেয় বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভালো করার আশায় সফরকারীরা। এই ম্যাচটি শুরু হচ্ছে আজ। কানপুরে রাতভর বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি, এক ঘণ্টা পর হলো টস।
টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে তারা। প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে বোলিং নেওয়ার কথা বললেও শান্ত জানান, ব্যাটিং করার পরিকল্পনাই ছিল তার। টসের সময় তিনি বলেন, 'ব্যাটিং নেওয়ার পরিকল্পনাই ছিল আমার। দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট। তবে আমরা নতুন বল কীভাবে সামলাই, সেটার ওপর নির্ভর করছে সবকিছু।
এই ম্যাচের একাদশ দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা খেলছেন না। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এক পেসার কমিয়ে স্পিনার বাড়িয়েছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ভারত তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।