রিজওয়ানের রেকর্ড এখন পুরানের
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন নিকোলাস পুরান। চলতি বছর এখন পর্যন্ত ৬৬ ম্যাচের ৬৫ ইনিংসে ১৪টি হাফ সেঞ্চুরিসহ ৪২.০২ গড়ে ২ হাজার ৫৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান।
দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের দখলে থাকা রেকর্ডটি নিজের করে নেন পুরান। ২০২১ সালে ৪৮ ম্যাচের ৪৫ ইনিংসে একটি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরিসহ ৫৬.৫৫ গড়ে ২ হাজার ৩৬ রান করে রেকর্ড গড়েন রিজওয়ান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনিদাদে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে মাঠে নামে পুরানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। এই ম্যাচে ১৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ২৭ রান করে রিজওয়ানকে টপকে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নেন পুরান।
রেকর্ডটি ভাঙতে রিজওয়ানের চেয়ে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলেছেন পুরান। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রান করেছেন কেবল রিজওয়ান ও পুরানই। তৃতীয় সর্বোচ্চ রান করেছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। ২০২২ সালে ৬১ ইনিংসে ১ হাজার ৯৪৬ রান করেন ইংলিশ এই ব্যাটসম্যান।
সর্বোচ্চ রান করার পাশাপাশি টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন পুরান। এ পথে স্বদেশি ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন তিনি। ২০১৫ সালে ১৩৫ ছক্কা মারেন গেইল। চলতি বছর এখন পর্যন্ত ১৫৩টি ছক্কা মেরেছেন পুরান।