'দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট'-এর সিকুয়েল বানাতে প্রস্তুত মেল গিবসন
১৬ বছরেরও অধিককাল পর চলচ্চিত্রের পর্দায় আবারও যিশুর কাহিনি হাজিরের পরিকল্পনা করছেন আলোচিত-সমালোচিত হলিউড অভিনেতা ও পরিচালক মেল গিবসন।
তার চিত্রনাট্য ও পরিচালনায় 'দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট' মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। সেটির সিকুয়েলের চিত্রনাট্য ইতোমধ্যেই গিবসন লিখে ফেলেছেন বলে জানিয়েছেন ওই চলচ্চিত্রে যিশুর চরিত্রে অভিনয়কারী জিম ক্যাভিজেল।
জিম বলেন, 'তৃতীয় ছবি, তৃতীয় খসড়া চিত্রনাট্য সদ্যই আমার কাছে পাঠিয়েছেন মেল গিবসন। এটি (সিকুয়েল) আসছে।' এই সিকুয়েলের "নাম 'দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট: রিজারেকশন'। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় চলচ্চিত্র হবে এটি।"
এর আগে, মূল চলচ্চিত্র 'দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট' মাঝারি বাজেটে, ৩০ মিলিয়ন মার্কিন ডলার অর্থব্যয়ে বানানো হলেও আয় করেছিল ৬২২ মিলিয়ন ডলার। চলচ্চিত্রটি নানা কারণে ব্যাপক বিতর্কিতও হয়েছিল।
'দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট'-এ যিশুর ক্রুশবিদ্ধ হওয়া পর্যন্ত এগিয়েছিল কাহিনি। নতুন চলচ্চিত্রে বাইবেলের সূত্র ধরে তার পুনরুত্থান ও পরবর্তী ঘটনাগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন জিম।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট