হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
ভারত সফরে টেস্ট সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টিতেও বেহাল দশা বাংলাদেশের। চরম ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই টি-টোয়েন্টি বড় ব্যবধানে হেরে যায় তারা। দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদ ছাড়া বোলিংয়েও বলার মতো কিছু মেলেনি। দুই হারে সিরিজ হয়ে গেছে প্রতিপক্ষের, আজকের ম্যাচটি তাই নিতান্তই নিয়ম রক্ষার।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদি হাসান। ভারতের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাঁহাতি পেসার আর্শদীপের পরিবর্তে খেলছেন তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণয়।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পারাগ, নিতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণয়।