শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন বন্ধ
চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার–ঘোষিত মজুরি প্রদানের দাবিতে ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।
আজ সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচী শুরু হয়। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার এবং আমদানি পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। বেসরকারি ডিপো থেকে বন্দরে আসেনি কোনো রপ্তানি পণ্য-ও। একইভাবে আমদানি পণ্যবোঝাই কনটেইনারও বন্দর থেকে ডিপোতে যায়নি।
চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আবুল খায়ের টিবিএসকে বলেন, 'আমাদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন রুটে আমদানি পণ্য পরিবহন বন্ধ রয়েছে। রপ্তানি পণ্য নিয়েও কোন গাড়ি আসছে না। আজ (সোমবার) রাতে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে। কর্মসূচী অব্যাহত রাখা কিংবা প্রত্যাহারের বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব।'
বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বিপ্লব টিবিএসকে বলেন, 'প্রতিদিন প্রায় ২ হাজার টিইইউ রপ্তানি কনটেইনার ডিপো থেকে বন্দরে নিয়ে যাওয়া হয়। একইভাবে প্রায় ৮০০ আমদানি পণ্যবাহী কনটেইনার ডিপোতে আনা হয়। ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে পণ্য আনা নেওয়া বন্ধ রয়েছে।'
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, প্রতিদিন আমদানি পণ্যবাহী ৩ হাজারের বেশি কনটেইনার ডেলিভারি হয়। চট্টগ্রাম বন্দরের ভেতরে জাহাজে কনটেইনার উঠানামা স্বাভাবিক হলেও – ধর্মঘটের কারণে বন্দর থেকে কোন পণ্যবাহী যান বাইরে যাচ্ছে না।