পূর্ব লাদাখের বিতর্কিত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা থেকে ভারত ও চীনের সেনা প্রত্যাহার শুরু
প্রায় পাঁচ বছর পরে লাদাখের বিতর্কিত সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় টহলদারি নিয়ে সংকট কাটতে চলেছে। এক্ষেত্রে অঞ্চলটির পূর্বাঞ্চলে ভারত ও চীনের সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
ডেপসাং ও ডেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করতে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।
গত সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে যে আলোচনা চলেছে, সেটার ফলস্বরূপ ভারত-চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্যাট্রলিং নিয়ে ঐক্যমতে পৌঁছেছে দু'দেশ।"
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখার পশ্চিম দিকে ভারত নিয়ন্ত্রিত এলাকায় 'বটলনেক' অঞ্চলে টহলদারির ক্ষেত্রে ভারতকে আর বাধা দেবে না চীন। এই 'বটলনেক' অঞ্চলটি ভারতের দাবি করা এলাকার ১৮ কিলোমিটার ভিতরে বলে জানা যায়।