নাগোরনো-কারাবাখ ঘিরে আবারও রক্তক্ষয়ী খণ্ডযুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া-আজারবাইজান
সোভিয়েত ইউনিয়নের সাবেক দুই অঙ্গরাজ্য ও বর্তমানে স্বাধীন রাষ্ট্র- আর্মেনিয়া ও আজারবাইজান আবারও নাগোরনো-কারাবাখ নামক বিতর্কিত ভূখণ্ডকে ঘিরে পূর্ণ যুদ্ধের পথে পা বাড়াচ্ছে।
সাম্প্রতিক সংঘাতে সামরিক-বেসামরিক মিলিয়ে ইতোমধ্যেই শতাধিক জনের প্রাণহানির খবর দুই দেশের সরকারি সূত্রে জানা যাচ্ছে। তবে প্রকৃত সংখ্যাটি আরও বেশি হওয়ার আশঙ্কাই করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।
দক্ষিণ ককেশাসের নাগোরনো-কারাবাখ পার্বত্য অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের মানচিত্রের অংশ। কিন্তু, ১৯৯৪ সালের পর থেকে অঞ্চলটি জাতিগতভাবে আর্মেনিয় সম্প্রদায়ের নিয়ন্ত্রণে রয়েছে।
গত রোববার সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে স্বঘোষিত প্রজাতন্ত্রটি ৮৪ জন সামরিক বাহিনী সদস্যের মৃত্যুর কথা জানায়। তাদের পেছনে আর্মেনিয়ার দৃঢ় সমর্থন রয়েছে, এবং বিতর্কিত অঞ্চলে আর্মেনিয় সেনা উপস্থিতিও আছে ১৯৯৪ সাল থেকে।
ওই বছরেই জাতিগত আজারবাইজানিরা আর্মেনিয়া সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর আক্রমণের মুখে ওই অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয়। যা নিয়ে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধও হয়েছে।
আজারবাইজান এখনও তার সামরিক প্রাণহানির সংখ্যা প্রকাশ করেনি। তবে সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যুর কথা জানিয়েছে।
দুইপক্ষেই এখন তুমুল গোলা বিনিময় চলছে। সংঘাতে আজারবাইজানের পক্ষ নিয়েছে তুরস্ক।
এ অবস্থায় মঙ্গলবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করেন, তাদের একটি এসইউ-২৫ যুদ্ধবিমানকে তুরস্কের এফ-১৬ বিমান ভূপাতিত করেছে। এতে ওই যুদ্ধবিমানের পাইলট মারা গেছেন।
শুশান স্তেপনায়ান নামের ওই মুখপাত্র ফেসবুকে জানান, '' আজারবাইজানের ভূখণ্ড থেকে উড্ডয়ন করা ওই এফ-১৬ যুদ্ধবিমান আমাদের এসইউ-২৫ টিকে ভূপাতিত করেছে। এতে আমাদের একজন পাইলট বীরের মৃত্যুবরণ করেছেন।''
তবে আজারবাইজান এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ অভিযোগ নাকচ করেছে।
উভয়পক্ষের মধ্যে দূরপাল্লার ভারি কামান এবং হালকা মর্টারের গোলা বিনিময় এখন বিতর্কিত ভূখণ্ডের বাইরে অন্যখানেও ছড়িয়ে পড়ছে, বলে আন্তর্জাতিক পর্যবেক্ষরা জানাচ্ছেন। এতে করে পূর্ণ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে দেশদুটি।
ইতোমধ্যেই সংঘাত নিরসনে তুরস্ক-সহ আজারবাইজান এবং আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিবেশী রাশিয়া। দেশটি তুরস্কের প্রতি উত্তেজনা নিরসনে উদ্যোগ নিয়ে- সমঝোতার চেষ্টা করার আহ্বান জানায়।
এছাড়া, আর্মেনিয়া-আজারবাইজান সংঘাত নিরসনে গঠিত মিনস্ক গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উভয়পক্ষের প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
- সূত্র: বিবিসি ও আল জাজিরা