৫ নভেম্বর দুটি ইরানি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে রাশিয়া
রাশিয়া আগামীকাল মঙ্গলবার (৫ নভেম্বর) একটি সোয়ুজ উৎক্ষেপণ যানে করে দুটি ইরানি স্যাটেলাইট [উপগ্রহ] কক্ষপথে উৎক্ষেপণ করবে। সোমবার (৪ নভেম্বর) মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, 'ইরান-রাশিয়া বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতার ধারাবাহিকতায় ইরানের কাউসার ও হুদহুদ নামের দুটি স্যাটেলাইট মঙ্গলবার সোয়ুজ উৎক্ষেপণ যানে করে পৃথিবীর ৫০০ কিলোমিটার ঊর্ধ্বের কক্ষপথে উৎক্ষেপণ করা হবে।'
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বেসরকারি মহাকাশ খাতের প্রথম উল্লেখযোগ্য পদক্ষেপ হলো হাই রেজ্যুলেশনের ইমেজিং স্যাটেলাইট 'কাউসার' এবং স্বল্প দূরত্বের যোগাযোগ স্যাটেলাইট 'হুদহুদ'।
গত ফেব্রুয়ারিতে ভস্তোচনি কসমোড্রোম থেকে সোয়ুজ রকেটের মাধ্যমে ইরানের গবেষণা উপগ্রহ 'পার্স-১' মহাকাশে উৎক্ষেপণ করে রাশিয়া।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি