ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তর বদলি শাহাদাত দিপু
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে মাঠ ছাড়লেও পরের দিন নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পরদিনই সিদ্ধান্ত পাল্টাতে হয় বিসিবিকে। জানানো হয় আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ছাড়াও ক্যারিবীয় সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না তার। শান্তর বদলে কে সুযোগ পাবেন, তা জানানো হলো আজ।
দুই ম্যাচের টেস্ট সিরিজে শান্তর বদলে দলে নেওয়া হয়েছে ২২ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপুকে। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। জাতীয় দলের হয়ে ৪টি টেস্ট খেলেছেন শাহাদাত। দীর্ঘতম ফরম্যাটে বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন গত এপ্রিলে। টি-টোয়েন্টিতেও তার অভিষেক হয়েছে, খেলেছেন ৩টি ম্যাচ।
৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দেন শান্ত, খেলেন ৭৬ রানের ইনিংস। পরে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি, আর মাঠে নামা হয়নি। এমআরআই করার পর শান্তর চোটের ব্যাপারে নিশ্চিত হয়ে তার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিসিবি। দুবাই থেকে দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার কথা শান্তর।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে অ্যান্টিগাতে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা, ম্যাচটি ১৫ নভেম্বর শুরু হবে। একই ভেন্যুতে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩০ নভেম্বর, এই ম্যাচের ভেন্যু জ্যামাইকা। ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।