কর্মকর্তা নেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন দুই প্রকল্পে কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
'পাথওয়েস টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল' প্রকল্পে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (কমিউনিটি মবিলাইজেশন), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর (অডিট), জুনিয়র অফিসার (লজিস্টিকস অ্যান্ড অ্যাডিমনিস্ট্রেটিভ সাপোর্ট) পদে মোট তিনজন কর্মকর্তা নেয়া হবে।
'এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট- ফ্লাড' প্রকল্পে একজন প্রোগ্রাম অফিসার (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) নিয়োগ দেয়া হবে।
পদগুলোতে আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত।