গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে, আগেই সতর্ক করেছিল কর্তৃপক্ষ
গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার সকাল ৭টার দিকে ছয়তলা ভবনটির ষষ্ঠ তলার গুদাম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা পাশের আরেকটি ছয়তলা ভবনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১৮টি দল দুপুর সোয়া দুইটা পর্যন্ত টানা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ।
তবে কী কারণে কারখানায় আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেন নি তিনি।
গাজীপুরের উপ-কমিশনার এস এম তারিকুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিউল্লাহকে প্রধানকে ছয় সদস্যের একটি কমিটি করে দিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত কলকারাখানা অধিদপ্তরের সহকারী মহা পরিদর্শক মো. মোতালিব মিয়া বলছেন, এই কারখানায় ফায়ার অ্যালার্ম ও অগ্নি নির্বাপনের পর্যাপ্ত সরঞ্জাম ছিল না বলে আগেই সতর্ক করেছিলেন তারা। এখন তারা কারখানাটির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
“এই কারখানায় নিয়মিত অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হত না। ছয় তলার ওপরে গুদাম রাখারও নিয়ম নেই। কারখানায় ফায়ার অ্যালার্ম ও অগ্নি নির্বাপনের পর্যাপ্ত সরঞ্জাম ছিল না বলে ২০-২৫ দিন আগেও আমরা নোটিশ দিয়েছিলাম, কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি। এ কারণে কলকারখানা অধিদপ্তর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।”
মাইওয়ান ইলেকট্রনিকস ও মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান জানান, কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে তার কোন ধারণা নেই।
প্রতিষ্ঠানটির গণমাধ্যম শাখার প্রধান কেএমজি কিবরিয়া বলেন, “ছয় তলার গুদামে বিভিন্ন রকমের ইলেকট্রনিকস সামগ্রী মজুদ করে রাখা ছিল। তবে সেটার পরিমাণ কত ছিল তা আমার জানা নেই।”