ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মিরসরাই আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে তার এপিএস মো. নূর খান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি ল্যাবে নমুনা পাঠানো পরীক্ষার জন্য পাঠানো হয়। রাত ১০টার দিকে তিনি (ঞ্জিনিয়ার মো. মোশাররফ হোসেন) করোনা পজিটিভ বলে জানা যায়।'
'বর্তমানে তিনি চট্টগ্রামের পাঁচলাইশ মোড়ে অবস্থিত পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে,' বলে জানান তার এপিএস।