পারফরম্যান্স দিয়ে স্পন্সর এনেছেন, বিশ্বাস নিগারের
নারী ক্রিকেটে মানুষের আগ্রহ কম, ব্যবসার জায়গাটাও ছোট; এ কারণে স্পন্সরশিপ আসে না; এমন একটা 'থিওরি' প্রচলিত ছিল বাংলাদেশ ক্রিকেটে। অতীতে ঘরের মাঠে মেয়েদের অনেক সিরিজেই স্পন্সর পাওয়া যায়নি, খেলা দেখানোর মতো ব্যবস্থাও হয়নি। সেই জায়গায় পরিবর্তন এসেছে। এখন টিম, কিট স্পন্সর মেলে, সিরিজেও থাকে স্পন্সর।
এই অবস্থার পরিবর্তন নিজেরাই করেছেন বলে মনে করেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পারফরম্যান্স দিয়ে দলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো থেকে শুরু করে স্পন্সরশিপের ব্যবস্থা নিজেরাই করেছেন বলে বিশ্বাস উইকেটরক্ষক এই ব্যাটারের। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনে এ বিষয়ে নিজের ভাবনার কথা জানান নিগার।
দুই বছর আগেও এই অবস্থা ছিল না, পরিবর্তনের বিষয়টি উল্লেখ করে সাংবাদিকের করা এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'সবকিছু (মানুষের আগ্রহ, প্রত্যাশা, স্পন্সর আসা) কিন্তু আমরাই তৈরি করেছি। আজ যদি আপনারা এখানে এসে থাকেন, প্রশ্ন করছেন আগে ভালো ছিল বা এমন-অমন ছিল, এটা আমরাই তৈরি করেছি। তো এটা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমি বলব বিশ্বাস রাখেন। কারণ দল কষ্ট করছে।'
'অনেক সময় পারফরম্যান্স দেখা যাচ্ছে। কিন্তু ফল না হলে তখন নেতিবাচক বিষয়গুলো বেশি আসে। এই সিরিজটা আমাদের দলের জন্য ঘুরে দাঁড়ানোর জায়গা। যে জিনিসটা আমরা তৈরি করেছি, ইনশাআল্লাহ্ এই সিরিজেই হতে পারে... আমাদের কাছে অনেক সুযোগ আছে। ভারত-পাকিস্তান সিরিজে যেটা আমরা করেছি, যেন আরও অনেক বেশি মানুষ আগ্রহ দেখায় এবং মিডিয়াও যেন আরও বেশি ফোকাস করে।' যোগ করেন তিনি।
উন্নতির মাঝেও চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং। অনেকদিন ধরেই প্রত্যাশিত ব্যাটিং হচ্ছে না। বিষয় মেনে নিয়ে নিগার বলেন, 'ব্যাটিং দৃশ্যমান সমস্যা। অনেক সময় যেটা হয়, আমরা টপ-অর্ডাররা রান করছি না। ফলে মিডল-অর্ডার থেকে আর সামাল দেওয়া হচ্ছে না। আধুনিক ক্রিকেটে আসলে কখনও কভার করার সুযোগ থাকে না। যেটা চলে যায়, সেটা কভার করা যায় না।'