যুক্তরাষ্ট্রের ঘুষের অভিযোগ সত্ত্বেও আদানিকে সমর্থন করছে ইসরায়েল
আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগে এক মামলা চলমান থাকলেও — ইসরায়েল এই শিল্পগোষ্ঠীকে সমর্থন করে। তেল আবিবের প্রত্যাশা আদানি গ্রুপ ইসরায়েলে আরও বিনিয়োগ করবে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এসব কথা বলেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আদানি ও সব ভারতীয় কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ অব্যাহত রাখবে বলে আমরা আশা করি।" যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুর্নীতির আনা অভিযোগ আনা হলেও — আদানির সাথে ব্যবসারক্ষেত্রে অন্তত ইসরায়েলের দৃষ্টিভঙ্গিতে কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।
ইসরায়েলের সর্ববৃহৎ হাইফা বন্দরের ৭০ শতাংশ শেয়ার রয়েছে আদানি গ্রুপের। ভারতীয় এই শিল্পগোষ্ঠী ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে ইহুদিবাদী রাষ্ট্রটিতে অন্যান্য প্রকল্পেও একসাথে কাজ করছে। এরমধ্যে সামরিক ড্রোন ও বিমান উৎপাদনের যেমন রয়েছে, তেমনি রয়েছে বাণিজ্যিক সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনের কার্যক্রম।
লাভজনক বিদ্যুৎচুক্তি পেতে ভারতীয় কর্মকর্তাদের সাড়ে ২৬ কোটি ডলার ঘুষ প্রদানের অভিযোগ এনে গেল সপ্তাহে গৌতম আদানি, তাঁর ভাগ্নে সাগর আদানিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। আদানি গ্রুপ বন্ডের মাধ্যমে মার্কিন পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করলেও, তাঁরা এই তথ্য বিনিয়োগকারীদের কাছে গোপন করে, যা যুক্তরাষ্ট্রের আইনবিরুদ্ধ।
তবে সব অভিযোগ অস্বীকার করে, 'ভিত্তিহীন' বলে দাবি করছে আদানি গ্রুপ।
যদিও পুঁজিবাজারে এই ঘটনার বড় প্রভাবই পড়েছে, গত সপ্তাহে আদানি গ্রুপের বেশকিছু কোম্পানির শেয়ার ও বন্ডের দরে বড় পতন হয়েছে। এমনকী কিছু অংশীদারও আদানির সাথে তাঁদের যৌথ উদ্যোগগুলো পুনর্বিবেচনা করছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি রাষ্ট্রদূত ইউভেন আজার বলেন, "আমি নিশ্চিত সব সমস্যা কাটিয়ে উঠবে আদানি গ্রুপ।"