ফেয়ার ইলেকট্রনিক্সে ২৮ জনের চাকরির সুযোগ
বাংলাদেশে স্যামসাং ইলেকট্রনিক্স প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড নয় ধরনের পদে ২৮ জন কর্মকর্তা নিয়োগ দেবে।
যেসব পদে নিয়োগ
ক. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার- লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্সেস : ৩টি
খ. সিনিয়র ম্যানেজার- ইউটিলিটি অ্যান্ড মেকানিক্যাল মেইনটেন্যান্স : ১টি
গ. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- মেকানিক্যাল মেইনটেন্যান্স : ১টি
ঘ. ইঞ্জিনিয়ার- পিএলসি অ্যান্ড অটোমেশন : ১টি
ঙ. সিনিয়র ইঞ্জিনিয়ার- প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং : ১টি
চ. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার- স্টোর (ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) : ২টি
ছ. কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজার : ৭টি
জ. টেরিটরি ম্যানেজার (স্যামসাং মোবাইল) : ১০টি
ঝ. এরিয়া ম্যানেজার (স্যামসাং মোবাইল) : ২টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ম্যানেজার- লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্সেস পদে ২০ অক্টোবর এবং বাকী পদগুলোতে ২৫ অক্টোবর পর্যন্ত বিডিজবসের মাধ্যমে আবেদন করা যাবে।
আপনার প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি আমাদের পাঠাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়।