ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে এসএমই ফাউন্ডেশন
ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ব্যবস্থাপনা পরিচালক নিয়ােগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে।
ব্যবস্থাপনা পরিচালক পদে আবেদনের জন্য শিক্ষাজীবনের সকল স্তরে কমপক্ষে দু'টি প্রথম বিভাগ/শ্রেণিসহ সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ মাস্টার্স বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। প্রাইভেট সেক্টর এবং এসএমই সেক্টরে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কমপক্ষে ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ৫০ থেকে ৬০ বছর।
পদটিতে সর্বসাকুল্যে মাসিক ২,৫০,০০০ টাকা বেতন এবং ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযােগ-সুবিধা দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়ম অনুযায়ী আগামী ৮ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।