বাঁচা-মরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে তামিমের দল
বিসিবি প্রেসিডেন্টস কাপে বাঁচা-মারার ম্যাচে নাজমুল একাদশের মুখোমুখি হয়েছে তামিম একাদশ। ৫০ ওভারের এই টুর্নামেন্টের ষষ্ঠ ও লিগ পর্বের শেষ ম্যাচে টস জিতেছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মিরপুর স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হওয়া এই ম্যাচে হারলেই বিদায় নিতে হবে তামিম ইকবালের দলের। শান্ত একাদশের সঙ্গে ফাইনালে উঠে যাবে মাহমুদউল্লাহ একাদশ। আর যদি তামিমের দল জয় পায় তাহলে তিন দলের সমান চার পয়েন্ট হবে। রান রেটের হিসাবে নাজমুল একাদশের সঙ্গে ফাইনালে উঠবে তামিমের দল। এই ম্যাচের আগ পর্যন্ত মাহমুদউল্লাহর দল রান রেটে পিছিয়ে।
লিগ পর্বের তিন ম্যাচে দুটিতে হেরেছে তামিম একাদশ। তাদের দুটি হারই মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে। একমাত্র জয়টি এসেছে আজকের ম্যাচের প্রতিপক্ষ নাজমুল একাদশের বিপক্ষে। ওই ম্যাচে ৪২ রানের জয় পায় তামিম একাদশ।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, আকবর আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।