বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল বিটিভিতে
দুই জয়ে আগেই বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল নিশ্চিত হয়েছিল নাজমুল একাদশের। বুধবার রুদ্ধশ্বাস ম্যাচ জিতে কেবল সেরা দল হিসেবেই ফাইনালে ওঠেনি নাজমুল হোসেন শান্তর দল, বিদায় করে দিয়েছে তামিম একাদশকেও। তাদের জয়ে ফাইনালের টিকেট পেয়ে গেছে মাহমুদউল্লাহ একাদশ।
বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে ২৩ অক্টোবর বেলা ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে নাজমুল একাদশ-মাহমুদউল্লাহ একাদশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ছাড়া বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ, 'বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স' থেকে খেলা দেখা যাবে। একই নামের ইউটিউব চ্যানেলেও খেলা দেখা যাবে।
গ্রুপ পর্বের সব ম্যাচই দেখা গেছে বিসিবির অফিসিয়াল পেজে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘোষণা অনুযায়ী ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ বেলা দেড়টায় শুরু হলেও ফাইনাল ২টায় শুরু হবে।
তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। মাহমুদউল্লাহ রিয়াদের দল গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছে।