কোনো পারিশ্রমিক না পেলেও চিন্তিত নন বিজয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করতে নিয়ম চালু করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাংক গারান্টিসহ ক্রিকেটারদের ৫০ শতাংশ পারিশ্রমিক আসর শুরুর আগেই পরিশোধ করার নির্দেশনা দেওয়া আছে বিসিবির। আগের আসরে এই নিয়ম মেনেই পারিশ্রমিক দেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারও একই নির্দেশনা জারি আছে, কিন্তু কোনো দলের ক্রিকেটারই এক টাকাও পারিশ্রমিক পাননি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর বিপিএলকেও বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি। অনেক কিছু সংযোজন করে গোছালোভাবে ভিন্ন আঙ্গিকে এবারের আসর সাজানোর কথা জানানো হয়। টুর্নামেন্টের তিন ভেন্যুতে কনসার্ট করাসহ গ্যালারিতে বিনামূল্যে পানি সরবরাহ, প্রচারণায় জোড় দেওয়া ছাড়াও নতুন কিছু সংযোজন দেখা গেছে। তবে যাদের নিয়ে আয়োজন, সেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারটিই নিশ্চিত করতে পারেনি বিসিবি।
বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে। সোমবার উদ্বোধনী ম্যাচের পর দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের কাছে থেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি জানান, তাদের দলের কোনো ক্রিকেটারই পারিশ্রমিক পাননি। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন তিনি। ফ্র্যাঞ্চাইজির ওপর ভরসা রেখে বিজয় জানান, বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।
বিজয় বলেন, 'আমরা এখনও পারিশ্রমিক পাইনি, কেউ-ই পায়নি। মাত্র শুরু হয়েছে বিপিএল। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এ রকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।'
আয়োজনে অনেক কিছুই দেরি হয়েছে উল্লেখ করে বিজয় আরও বলেন, 'আমরা ইতিবাচকভাবে চিন্তা করি। আশা করি একটা গোছানো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু ড্রেস (জার্সি) এসেছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স (ক্রিকেটের সরঞ্জাম) এসেছে দেরিতে।'
বিজয়ের বিশ্বাস, ফ্র্যাঞ্চাইজি মালিকরা ঠিক সময়েই পারিশ্রমিক পরিশোধ করবেন। আর সেটা না হলেও বিসিবি দায়িত্ব নেবে বলে তার বিশ্বাস, 'বিপিএলটা আমরা ইতিবাচকভাবে নিতে চাই। অবশ্যই মালিকরা (পারিশ্রমিক) না দিয়ে তো যাবে না। বা বিসিবি তো এটার ব্যবস্থা করবে। আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। হয়তো সময়সাপেক্ষের কারণে বিলম্ব হয়েছে। আশা করি, তারা যথাযথ ব্যবস্থা করবে।'