ট্রাম্পকে পুনঃনির্বাচিত না করার অনুরোধ ৭ শতাধিক অর্থনীতিবিদের
ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনঃনির্বাচিত না করার অনুরোধ জানিয়ে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন সাত নোবেলজয়ীসহ সাত শতাধিক অর্থনীতিবিদ।
শুক্রবার প্রকাশিত ওই চিঠিতে এখন পর্যন্ত স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রসিদ্ধ ৭২৭ অর্থনীতিবিদ। এদের মধ্যে রয়েছেন নোবেলজয়ী পল মিলগ্রম, অলিভার হার্ট এবং জর্জ আকারলফও।
মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিটিতে স্বাক্ষরের সময় রয়েছে ৩ নভেম্বর পর্যন্ত।
ওই চিঠিতে বলা হয়, 'ডোনাল্ড ট্রাম্পের এক মেয়াদের কার্যক্রমের ফলেই যুক্তরাষ্ট্রের শোচনীয় পরিবর্তন হয়েছে, এবং এজন্য তাকে কোনো ফলভোগও করতে হয়নি। তার বেপরোয়া ও স্বার্থপর সিদ্ধান্তের কারণে অর্থনৈতিক উন্নয়নের গতিরোধ হয়েছে।'
তারা গণতন্ত্রের ওপর আঘাত হানা, দুর্নীতির স্বাভাবিকীকরণ ও বিপজ্জনক ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনেন ট্রাম্পের বিরুদ্ধে। মুডি'স অ্যানালিটিকস ও গোল্ডম্যান স্যাচের বিশ্লেষকদের বিশ্লেষণের সূত্র ধরে তারা বলেন, দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা ও জিডিপি বৃদ্ধিতে জো বাইডেনের অর্থনৈতিক পরিকল্পনা অধিক কার্যকর।
তারা জানান, 'অর্থনীতির ব্যাপারে ট্রাম্পের কোনো ধারণা নেই বললেই চলে, ফলে ভবিষ্যৎ বিপর্যয়ের আশঙ্কা বেড়ে যায়।'
এছাড়া মহামারি মোকাবেলায় ট্রাম্পের নীতির নিন্দা জানান তারা। কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে মার্চ থেকে এ পর্যন্ত মারা গেছেন ২ লক্ষ ২৩ হাজারেরও বেশি মার্কিন নাগরিক।
অর্থনীতিবিদরা বলেন, 'তিনি (ট্রাম্প) প্রথম থেকেই মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিরোধিতা করেছেন, র্যালির আয়োজন করেছেন। চিকিৎসাবিজ্ঞানে অপ্রমাণিত বিভিন্ন ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তার আয়োজিত কর্মসূচীর কারণে হোয়াইট হাউসের সক্ষমতা কমেছে এবং সামরিক কর্মকর্তাদের কোয়ারেন্টিনে যেতে হয়েছে।'
নাগরিকদের অনুরোধ জানিয়ে তারা ওই চিঠিতে লিখেন, 'এসব কারণেই ভোটারদের প্রতি আমাদের পরামর্শ, ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে উৎখাতের মাধ্যমে পুনারায় গণতন্ত্র ফিরিয়ে আনুন।'
এদিকে, ট্রাম্পের প্রচারণায় বলা হয়েছে, বাইডেন কেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে অধিক যোগ্য এ ব্যাপারে চিঠিটিতে তেমন কিছু বলা হয়নি। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ডেপুটি ন্যাশনাল প্রেস সেক্রেটারি সামান্থা জেগার সিএনএন-কে জানান,
'প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে ভিত্তিহীন নিন্দা ছাড়া, জো বাইডেন কেন আমেরিকান অর্থনীতির উন্নয়নে কাজ করবেন- তাদের এই ধারণার পেছনে একটিও কারণ দেখাতে পারেননি বামপন্থী ওই শিক্ষাবিদেরা।'
- সূত্র: দ্য বিজনেস ইনসাইডার