সরাসরি সাক্ষাৎকারে কর্মকর্তা নেবে রেনাটা
ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেনাটা লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশনে সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে দুই ধরনের পদে কর্মকর্তা নিয়োগ দেবে।
পদের নাম: টেকনিক্যাল সার্ভিস অফিসার (টিএসও-অ্যাকোয়া)
যোগ্যতা: বিএসসি ইন ফিশারিজ (অনার্স) অথবা বিএসসি ইন জিওলজি/ ফিশারিজ ডিগ্রি। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর।
পদের নাম: প্রফেশনাল সার্ভিস অফিসার (পিএসও)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসিসহ যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি। বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর।
সরাসরি সাক্ষাতকার: আগ্রহীদের আবেদনপত্র, দুই কপি ছবিসহ রেজুমে, জাতীয় পরিচয়পত্র এবং সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং ফটোকপিসহ সরাসরি সাক্ষাতকারে অংশগ্রহণ করতে হবে। আগামী ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে সাক্ষাতকার নেয়া হবে। টিএসও পদে শুধুমাত্র ঢাকায় এবং পিএসও পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল ডিপোতে একই সময়ে সাক্ষাতকারে অংশ নেয়া যাবে।