সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, লিটন বাদ
দল মোটামুটি গোছানোই ছিল, অপেক্ষা ছিল তামিম ইকবাল ও সাকিব আল হাসানের জন্য। সিলেটে দুই দফায় বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচকদের কাছ থেকে সময় নেন তামিম। সময় নিলেও দল ঘোষণার দুদিন আগে তিনি জানিয়ে দেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার আর ফেরা হচ্ছে না। পরদিন সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকার খবর আসে। তামিম অবসরে, শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে খেলানোর বিলাসিতা দেখায়নি বিসিবি। এ দুজনকে ছাড়াই ভাবতে হয়েছে বাংলাদেশকে।
রোববার বিসিবির ঘোষণা করা ১৫ সদস্যের স্কোয়াডে এসেছে বড় একটি পরিবর্তন। বাদ দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে রান খরায় থাকা লিটন কুমার দাসকে। তার বাদ পড়ায় জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ছিলেন এখনও ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ বাঁহাতি এই ব্যাটসম্যান। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো কারণ দেখানো ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে। স্কোয়াডে নেওয়া হয়েছে চার পেসার ও তিন স্পিনারকে।
চোট ও ছুটি কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ওয়ানডে দল থেকে লিটন ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। সাকিবকেও বাদ দেওয়ার কাতারে ফেলতে হবে। কাউন্টি ক্রিকেট খেলার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। ইংল্যান্ডের একটি পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উতরাতে না পারায় দেশটির সব ধরনের ক্রিকেট থেকে তার বোলিং নিষিদ্ধ করে ইসিবি।
এই নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটেও বোলিং করতে পারবেন না বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার। বোলিংয়ে ফিরতে আইসিসি স্বীকৃত কোনো পরীক্ষাগারে বোলিং পরীক্ষায় উতরাতে হতো তাকে। কিন্তু গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে শ্রী রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে দ্বিতীয় পরীক্ষা দিয়েও উতরাতে পারেনি অভিজ্ঞ এই স্পিনার। ফলে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার পূর্ববর্তী নিষেধাজ্ঞাও বহাল থেকে যায়। এ কারণে শুধু ব্যাটসম্যান সাকিবকে বিবেচনা করার কারণ খুঁজে পায়নি বিসিবি।
রান করা যেন ভুলে গেছেন লিটন। চ্যাম্পিয়ন্স ট্রফি যে ফরম্যাটের, সেই ওয়ানডেতে সর্বশেষ সাত ম্যাচে দুই অঙ্কের রান করতে পারেননি ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান; তিন ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। সর্বশেষ সাত ওয়ানডেতে তার রান যথাক্রমে ৬, ১*, ০, ০, ২, ৪, ০। এই ফরম্যাটে লিটন সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছেন ১৫ মাস ও ১৩ ইনিংস আগে। ২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রান করেন তিনি।
কেবল ওয়ানডেতেই নয়, বাকি দুই ফরম্যাট টেস্ট ও টি-টোয়েন্টিতে ছন্দে ছিলেন না লিটন। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৭ রান করেন তিনি। তার ইনিংসগুলো যথাক্রমে ০, ৩ ও ১৪। টেস্টে কিছু রানের দেখা পেলেও সেটা উল্লেখ করার মতো নয়। ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি লিটন, সর্বোচ্চ ইনিংস ৪০ রানের। বিপিএলে পাঁচ ম্যাচে ২৫ গড়ে করেছেন ১২৫ রান, বলার মতো ইনিংস কেবল একটি; সেটা ৭৩ রানের। বাকি চার ম্যাচের তিনটিতে দুই অঙ্কেও পৌঁছাতে পারেন লিটন। ফর্ম বিবেচনায় তার বাদ পড়ার ব্যাপারটি অনুমেয়ই ছিল।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে আগামী ১৯ ফেব্রুয়ারি। খেলা হবে পাকিস্তান ও দুবাইয়ে; ৯ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির। সেরা আট দলের এ আসরে বাংলাদেশ আছে 'এ' গ্রুপে। নাজমুল হোসেন শান্তর দলের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। ২৪ ও ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা, দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।