পিএসএলে নাহিদ রানা পেশোয়ার জালমিতে, লিটনকে নিলো করাচি কিংস
গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে নিজের জানানটা ভালোভাবেই দিয়েছেন নাহিদ রানা। ইতোমধ্যে বাংলাদেশ দলে টেস্ট এবং ওয়ানডেতে অভিষেক হয়ে গেছে তরুণ এই গতি তারকার, টি-টোয়েন্টি পথচলার শুরুও হয়তো বেশি দূরে নয়। চলমান বিপিএলে দারুণ সময় কাটাতে থাকা নাহিদ এবার বিদেশি লিগেও ডাক পেয়ে গেলেন। আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি তাকে দলে নিয়েছে।
পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন লিটন কুমার দাসও। তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। আগের দিনই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার খবর পান ডানহাতি এই ব্যাটসম্যান। খারাপ খবরটি শুনেও খেলতে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ঢাকা ক্যাপিটালসের এই ওপেনার। পরের দিনই তিনি দল পেলেন পিএসএলে। এ দুজন ছাড়া দল পেয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের এই লেগ স্পিনারকে কিনেছে লাহোর কালান্দার্স।
পিএসএলের এবারের আসরে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দল পান নাহিদ। গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই বাংলাদেশে পেসারকে দলে নেয় পেশোয়ার। লিটনও একই বিভাগে ছিলেন, নাহিদের কিছুক্ষণ পর দল পান তিনি। সিলভার বিভাগ থেকে রিশাদকে দলে নেয় লাহোর।
সোমবার লাহোর ফোর্টে পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়। প্লাটিনাম বিভাগে নাম ছিল সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। কিন্তু প্রথম যাকে তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। এবারের পিএসএলের ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার।
ডায়মন্ড বিভাগে রিশাদের সঙ্গে ছিল তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও তাওহিদ হৃদয়ের নাম। তারাও প্রথম ডাকে দল পাননি। পরে সিলভার বিভাগের তৃতীয় রাউন্ড থেকে রিশাদকে দলে নেয় লাহোর। গোল্ড বিভাগে নাহিদ, লিটনসহ ছিলেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। প্রথম ডাকে নাহিদ ছাড়া আর কারও প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। পরে সিলভার বিভাগের দ্বিতীয় রাউন্ডে লিটনকে দলে ভেড়ায় করাচি।
পিএসএলের এবারের আসর আগামী ৮ এপ্রিল শুরু হয়ে ১৯ মে পর্দা নামার কথা। ওই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগ ছাড়া বাংলাদেশের ক্রিকেটারদের তেমন কোনো ব্যস্ততা থাকবে না। ফিটনেস নিয়ে কোনো জটিলতা না থাকলে বিসিবি থেকে অনাপত্তিপত্র পাওয়ার ক্ষেত্রে বাধা থাকার কথা নয় দল পাওয়া এই তিন ক্রিকেটারের।