অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হেরে গেল বাংলাদেশ
সংগ্রহ বড় ছিল না, জিততে বল হাতে দারুণ করতে হতো বাংলাদেশের মেয়েদের। সেই কাজটি অনেকটাই করলো তারা, তাতে জয়ের সম্ভাবনাও জাগলো। কিন্তু অস্ট্রেলিয়ার মেয়েরা খেই হারালো না, স্নায়ুর লড়াই জিতে ম্যাচটিও নিজেদের করে নিলো তারা। দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করে পরের ম্যাচেই হার মেনে নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে।
সোমবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারানো দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে পরের রাউন্ডে যাবে তারা, হারলেই বিদায় নিতে হবে। দুই ম্যাচে এক জয়ে তালিকার দুই নম্বরে আছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সুবিধা করতে পারেনি। দলটির কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি, মাত্র দুজন করেন দুই অঙ্কের রান। ওপেনার সুমাইয়া আক্তার ও আফিয়া আশিমার লড়াইয়ে ৯ উইকেটে ৯১ রান তোলে বাংলাদেশ। জবাবে জান্নাতুর মাওয়া, হাবিবা ইসলামদের বিপক্ষে বেগ পেতে পেতে হলেও ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় অজি মেয়েরা।
লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক লুসি হ্যামিল্টন। তিন নেমে ১৪তম ওভার পর্যন্ত ব্যাটিং করা লুসি ৩৫ বলে ৪টি চারে ৩০ রান করেন। কেট পেলে ১৬, ইনেস ম্যাকন ১৪ ও এলা ব্রিসকো ১১ রান করেন। তাদের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। দুর্দান্ত বোলিং করা মাও ৪ ওভারে ১৫ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান নিশিতা আক্তার নিশি, আনিসা আক্তার সোবা ও হাবিবা ইসলাম।
এর আগে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় নাম আফিয়া ইসলাম। একাই প্রায় তিন ভাগ রান করেন তিনি। ৩৪ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন আফিয়া। ১৩ বলে ২টি চারে ১৩ রান করেন সুমাইয়া। বাকিদের কেউ ৮ রানের বেশি করতে পারেননি। অস্ট্রেলিয়ার কাওমহি ব্রে, ইলানোর লারোসা ও টেগান উইলিয়ামসন ২টি করে উইকেট নেন।