মেনিনজাইটিসের টিকা না পেয়ে রাজধানীতে সৌদিগামীদের বিক্ষোভ
চাহিদা অনুযায়ী মেনিনজাইটিসের পর্যাপ্ত টিকা না পেয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন সৌদিগামী যাত্রীরা।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন তারা।
সম্প্রতি এক নির্দেশনায়, নতুন করে ওমরা কিংবা ভিজিট ভিসায় সৌদি আরব যেতে ইচ্ছুক যাত্রীদের মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। কিন্তু ঢাকায় চাহিদার তুলনায় টিকার সরবরাহ না পেয়ে বিক্ষোভে নামেন সৌদিগামী যাত্রীরা।
তারা জানান, বিভিন্ন হাসপাতাল থেকে তাদের বলা হয়েছে, স্কয়ার হাসপাতালে গেলে টিকা পাওয়া যাবে। কিন্তু স্কয়ারেও প্রতিদিন ১০ থেকে ১৫টি টিকা দেওয়া হচ্ছে— যা চাহিদার তুলনায় অপ্রতুল।
মূলত এই ইস্যুকে কেন্দ্র করেই বিক্ষোভ শুরু হয়।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ওয়াহিউদ্দিন মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকাল সাড়ে ৮টার দিকে প্রবাসীরা হাসপাতালের সামনে জড়ো হতে শুরু করেন। তবে আগের দিন আমাদের ভ্যাকসিন ফুরিয়ে যাওয়ায় আমরা দিতে পারিনি। এটা শুনে বিক্ষোভকারীরা সেখান থেকে চলে যান।"
"এই ভ্যাকসিন বিদেশ থেকে আমদানি করা হয়। বর্তমানে সারাদেশেই এই ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। আমরা জানি না এর পরবর্তী চালান কবে আসবে," বলেন তিনি।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম টিবিএসকে বলেন, "নির্দেশনায় বলা হয়েছে, এই টিকা শুধুমাত্র ওমরাহ ও ভিজিট ভিসার জন্য বাধ্যতামূলক। ওয়ার্ক ভিসায় যারা যাবেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য না। আমাদের সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাদের ওয়ার্ক ভিসায় সৌদি আরব যেতে এই টিকা দেওয়ার প্রয়োজন নেই।"
বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল (২০ জানুয়ারি) সৌদি আরবের হালনাগাদ স্বাস্থ্যবিধির সাথে সামঞ্জস্য রেখে হজ এবং ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা সংক্রান্ত এ নতুন নির্দেশনা দেয়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।