সাধারণ বীমা কর্পোরেশনের লিখিত পরীক্ষার সময়সূচি
রাষ্ট্রীয়খাতের একমাত্র নন-লাইফ বীমা ও পুনঃবীমা প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আইটি সংক্রান্ত সাত পদে নিয়ােগের লিখিত পরীক্ষা আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।
৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১১:৩০ টা পর্যন্ত সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রােগ্রামার, প্রােগ্রামার, সহকারী প্রােগ্রামার, এসিস্ট্যান্ট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার এবং কন্ট্রোল সুপারভাইজার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেখ বােরহানউদ্দিন পােস্ট গ্রাজুয়েট কলেজ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
৭ নভেম্বর সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত টিএন্ডটি কলেজ কেন্দ্রে কন্ট্রোল অপারেটর অপারেটর পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রার্থীরা sbc.teletalk.com.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলােড করতে পারবেন। প্রবেশপত্রের প্রিন্ট কপি পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে।