২৩২ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ পাইপস্ লিমিটেড। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে ২৩২ জন সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে।
বিএসসি/ডিপ্লোমা/বিবিএ ডিগ্রিধারীরা বিক্রয় প্রতিনিধি পদে আবেদন করতে পারবেন। সদ্য পাশকৃত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীদের উচ্চতা সর্বনিম্ন ৫ ফিট ৬ ইঞ্চি, ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ৬ নভেম্বর ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। দেশের সব উপজেলায় কাজ করার মানসিকতা এবং মােটরসাইকেল চালনায় দক্ষতাসহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন, সেলস কমিশন, প্রভিডেন্ট ফান্ড, পারিতােষিক, মেডিকেল ও মােটরসাইকেলের সুবিধা দেয়া হবে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ৩ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রসহ নির্ধারিত সময়ে সরাসরি সাক্ষাতকারে অংশগ্রহণ করতে হবে। আগামী ৬ ও ৭ নভেম্বর সকাল ৯টা থেকে 'আকিজ ওয়্যারহাউজ, ১৮৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮' ঠিকানায় সরাসরি সাক্ষাতকার নেয়া হবে।