পরিত্যক্ত ম্যাচে যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ফাইনালে সবচেয়ে বড় প্রতিপক্ষের নাম ছিল বৃষ্টি। সেই প্রতিপক্ষের কাছে অবশেষে আত্মসমর্পণ করেছে দু’দলই। তাই শিরোপা ভাগাভাগি করেই বাড়ি ফিরতে হয়েছে ফাইনালের অপেক্ষায় বিকেল থেকে ড্রেসিং রুমে বসে থাকা দু’পক্ষের খেলোয়াড়দের।
রাত ৮টা ৪০ মিনিতে বৃষ্টি থামার পর দু’দলের খেলোয়াড়রা গা-গরমের জন্য মাঠে নামেন। গ্রাউন্ডসম্যানরাও মাঠ প্রস্তুত করতে শুরু করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী না হওয়ায় রাত নয়টার দিকে দু’দলের অধিনায়ককে ডেকে আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন এবং দু’দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
বাজে আবহাওয়া পাত্তা না দিয়েই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন উল্লেখযোগ্য পরিমাণ দর্শক। তবে বৃষ্টি না থামায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠেও গুঞ্জন চলে, ফাইনাল শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না। ফাইনাল ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচের নিয়ম অনুযায়ী খেলা রাত ৯.৪০ মিনিটের মধ্যে শুরু করতে না পারলে বাতিল হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় তার আগেই সিদ্ধান্তে পৌঁছে যান ম্যাচ অফিসিয়ালরা।