ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে: ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধান উপদেষ্টা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/ca-yunus.jpg)
আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
যত শিগগিরই সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, 'সম্ভবত এই বছরের ডিসেম্বর মাসেই হতে পারে।'
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫-এর একটি ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেন।
সেশনটি পরিচালনা করেন সিএনএন'র বেকি অ্যান্ডারসন।
এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হচ্ছে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ, সমাজ ও প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন; কারণ শেখ হাসিনার বিগত স্বৈরাচারী সরকারের আমলে এগুলো পুরোপুরি ভেঙে পড়েছে বলে দাবি করেন তিনি।
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নিতে গতকাল রাতে দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা।
সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।
গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরের দিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন এবং ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
এরপর থেকেই বিএনপিসহ বড় রাজনৈতিক দলগুলো নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সুবিধার্থে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে।
তবে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নির্বাচন অনুষ্ঠানের আগে তারা প্রথমে বিভিন্ন খাতে সংস্কার করবে, তারপর নির্বাচন আয়োজন করবে।
এ লক্ষ্যে গত বছরের ১১ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা দেশ পুনর্গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন।
গত ১৬ ডিসেম্বর টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে।