সাহস আছে বলেই ৪৫ বছর বয়সে মা হয়েছি: শিল্পা শেঠি
বলিউড তারকা শিল্পা শেঠি মা হওয়ার খবর প্রকাশ করেন এ বছরের ফেব্রুয়ারিতে। সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের আগমন ঘটে রাজ-শিল্পার দাম্পত্য জীবনে।
সম্প্রতি আরেক বলিউড তারকা নেহা ধুপিয়ার শো, 'নো ফিল্টার উইথ নেহা'তে এসে মাতৃত্ব নিয়ে শিল্পা প্রথমবারের মতো খোলামেলা কথা বলেন। ৪৫ বছর বয়সে মা হওয়া খুবই সাহসী পদক্ষেপ ছিল বলে জানান তিনি।
শিল্পা বলেন, 'আমার ধারণা, যোগ ব্যয়াম আমার জীবনে গত ১০ বছরে অনেককিছুরই পরিবর্তন এনেছে। প্রথমবার মা হতে গিয়ে বেশ ভয় পেয়েছিলাম। তবে দ্বিতীয়বার আমার কাছে ব্যাপারটি অনেকটাই সহজ হয়ে ধরা দেয়।'
'আমার সাহস আছে, বলতে পারো। এখন আমি ৪৫; আর আমার মেয়ের বয়স যখন ৫ বছর হবে, তখন ৫০-এ পা দেব,' যোগ করেন এই বলিউড ললনা।
তিনি আরও বলেন, 'লোকে আমাকে নিয়ে কী আলোচনা করছে, যেসব পাত্তা দিই না। কারণ, এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, তাদের নয়। আমি শুধু একজন ভালো মা হওয়ার চেষ্টা করি। বাবা-মা আমাকে যেভাবে বড় করেছেন, সেটা আমার সন্তানরাও জানুক, এটাই চাই। পার্থক্য এটাই, আমি ছোট্ট একটা বাড়িতে বড় হয়েছি; তবে সেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না।'
- সূত্র: জি নিউজ