৭০ হাজার পিস ইয়াবাসহ অনুপ্রবেশকালে ‘বন্দুকযুদ্ধে’ দুই চোরাকারবারী নিহত
মিয়ানমার হতে ইয়াবার চালান নিয়ে টেকনাফে অনুপ্রবেশের সময় বিজিবি জওয়ানদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে দুই মাদক পাচারকারী। তারা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে সন্দেহ করছেন সীমান্তরক্ষী বিজিবি দল। তবে তাদের পরিচয় এখনও জানা যায় নি। এসময় আহত হন ৩ জন বিজিবি সদস্য।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে টেকনাফের হ্নীলার নাফনদীর পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনাস্থল থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ ১টি দেশীয় লম্বা বন্দুক, ২ রাউন্ড বুলেট ও ১টি ধারালো কিরিচ জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা ফয়সল বলেন, নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্ট দিয়ে মিয়ানমার দিক থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। ৪/৫ জন নৌকাটি নদীর কিনারায় এলে বিজিবির টহল দলের সদস্যরা থামার নির্দেশ দেয়।
“এ সময় নৌকা থেকে তীরে লাফ দিয়ে দুইজন পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া দিলে মাদক পাচারকারীরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়।
“এক পর্যায়ে নৌকায় থাকা পাচারকারীরা গুলি ছুড়তে ছুড়তে জলসীমার শূন্যরেখার ওপারে চলে যায়।” এই ঘটনায় ৩ জন বিজিবি সদস্য আহত হন।
কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে বিজিবি।
গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।