আলী যাকের হাসপাতালে
দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আলী যাকের শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন একুশে পদকজয়ী এই বিশিষ্ট অভিনেতা। সম্প্রতি তিনি অসুস্থবোধ করলে রোববার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করানো হয়।
তার স্ত্রী সারা যাকের ও পুত্র ইরেশ যাকের বুধবার গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
নিজের বাবার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অভিনেতা ইরেশ যাকের বলেন, 'তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হননি। ক্যানসারে ভোগার কারণে স্বাস্থ্যগত জটিলতাকে গুরুত্ব দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আশা করছি, শিগগিরই তাকে বাসায় ফিরিয়ে নিতে পারব।'
- সূত্র: ইউএনবি