‘আমি পাশে থাকলে নির্ভরশীলতা অনুভব করতেন’
একুশে পদকজয়ী অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, '''বুড় সালিকের ঘাড়ে রোঁ' নাটকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে আলী যাকেরের সঙ্গে আমার প্রথম দেখা।''
'সব বিষয়েই গভীর আগ্রহ ছিল আলী যাকেরের; যেকোনো বিষয়ে সবাইকে উৎসাহিত করতেন,' বলেন আবুল হায়াত।
তিনি আরও বলেন, ''আলী যাকেরের নির্দেশনায় 'বাকি ইতিহাস' নাটকের কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছি। তার নির্দেশনায় অভিনয় করতে পারা আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর অন্যতম। সেই নাটকের পর আমাদের মধ্যে বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন গড়ে ওঠে।''
তাদের দুজনের শেষ দেখা হয় করোনাভাইরাস বাস্তবতায় দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে। সেদিন আলী যাকেরের বাসায় গিয়েছিলেন আবুল হায়াত। পুরনো দিনের স্মৃতিচারণ করে সময় কাটিয়েছেন এই দুই নাট্য ব্যক্তিত্ব।
আবুল হায়াত বলেন, 'আলী যাকের সবসময় বলতেন, সহ-অভিনেতা হিসেবে আবুল হায়াত অসাধারণ। আরও বলতেন, আমি পাশে থাকলে তিনি নির্ভরশীলতা অনুভব করেন।'
আলী যাকেরের মৃত্যুতে গভীর শোকাহত আবুল হায়াত আরও বলেন, 'আলী যাকেরের মৃত্যুতে মঞ্চনাটক দুনিয়া এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।'