‘দ্রুতই গড়ে উঠেছিল বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন’
বরেণ্য অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন একুশে পদকজয়ী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, '''বাকি ইতিহাস' নাটকে অভিনয়ের সময় আলী যাকেরের সঙ্গে পরিচয় আমার। দ্রুতই আমাদের মধ্যে বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন গড়ে ওঠে।''
''এরপর আমরা বিখ্যাত 'ম্যাকবেথ'ও 'টেমপেস্ট'সহ অনেক নাটকে একসঙ্গে কাজ করেছি। আমাদের বেশিরভাগ নাটকেরই নির্দেশক ছিলেন আবদুল্লাহ আল মামুন। টেলিভিশনে একসঙ্গে প্রচুর কাজ করেছি আমরা,'' বলেন ফেরদৌসী মজুমদার।
'আরও একটি নাটকে আমাদের একসঙ্গে কাজ করার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় সেটি সম্ভব হয়নি। আমরা তার সুস্থ হওয়ার অপেক্ষায় ছিলাম। কিন্তু তা আর হলো না; তিনি চলে গেলেন,' বলেন তিনি।
ফেরদৌসী মজুমদার আরও বলেন, 'আলী যাকের ছিলেন একজন সফল অভিনেতা ও আমাদের সহযোদ্ধা। তার মতো একজন শিক্ষিত মানুষের মঞ্চনাটকে আরও বেশিদিন থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল।'