এক সাবানের দাম আড়াই লাখ টাকা, রয়েছে স্বর্ণ ও হীরার গুঁড়ো!
একটি ছোট্ট পারিবারিক কারখানায় সাবান তৈরির কাজ চলছে পনের শতক থেকে। পৃথিবীর সবচেয়ে দাবি সাবান তৈরির দাবি করেছে তারা। একটি সাবানের দাম ২ হাজার ৮০০ ডলার বা প্রায় ২ লাখ ৩৭ হাজার টাকা!
লেবাননের ত্রিপলতিতে বদর হাসান অ্যান্ড সন্স নামে কোম্পানিটির ওই হস্তনির্মিত সাবানের ব্র্যান্ড 'দ্য খান আল সাবান'। তেল ও প্রাকৃতিক বিভিন্ন উপাদানের নির্যাস থেকে নানা রকম বিলাসবহুল ও গায়ে দেওয়ার সাবান উৎপাদনে খ্যাতি রয়েছে এদের।
দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে দামি দোকানগুলোর কয়েকটিতে তারা পণ্য বিক্রি করে। তবে বিশেষ অতিথি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য সবচেয়ে দামি পণ্যটি সরবরাহ করে তারা।
কাতারের ফার্স্ট লেডির জন্য একটি অনুপম উপহার হিসেবে স্বর্ণ ও হীরার গুঁড়ো মেশানো সবচেয়ে দামি সাবানটি তারা প্রথম উৎপাদন করে ২০১৩ সালে।
প্রথম সাবানটি দেখতে অনেকটাই দামি পনির খণ্ডের মতো লাগলেও এখন বদর হাসান অ্যান্ড সন্স সেটির বেশ পরিমার্জন করেছে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, বাহরাইনি অভিনেত্রী ও ইনস্টাগ্রাম সুপারস্টার শায়লা সাবত'কে সবচেয়ে দামি সাবানটি ব্যবহারের প্রস্তাব দিচ্ছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমির হাসান। তাতে স্পষ্ট দেখা যায়, সাবানটিতে ক্রেতার নাম লেখা ছাড়াও উল্লেখ রয়েছে, এটি ২৪-ক্যারেট স্বর্ণে আবৃত!
এর আগে, ২০১৫ সালে পৃথিবীর সবচেয়ে দামি এই সাবান নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, হীরা ও স্বর্ণের গুঁড়োর মিশ্রণ থাকায় এই সাবান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমির হাসান অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এটি ত্বকের জন্য মোটেও ক্ষতিকর নয়।
'এ ধরনের সাবান ব্যবহারে আপনার প্রাত্যহিক গোসলের রুটিন এক আনন্দময় অভিজ্ঞতায় পরিণত হবে,' বলেন হাসান। 'এটি শুধু পৃথিবীর সবচেয়ে মূল্যবানই নয়, বরং হীরা ও স্বর্ণে বানানো একমাত্র সাবান। এ এক বিশেষ জিনিস। এটি মানুষের ওপর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক প্রভাব ফেলতে সক্ষম।'
জানা গেছে, পৃথিবীর সবচেয়ে দামি এই সাবানে রয়েছে ১৭ গ্রাম ২৪-ক্যারেট স্বর্ণের গুঁড়ো, সামান্য পরিমাণ হীরার গুঁড়ো, খাঁটি অলিভ অয়েল, অর্গানিক মধু ও অন্যান্য উপাদান। এটি শুধু বিশেষ মানুষদের জন্যই, নাকি চাইলে যে কেউ কিনতে পারবেন, সেই তথ্য অবশ্য জানা যায়নি।
- সূত্র: অডিটি সেন্ট্রাল