উত্তরবঙ্গের তিন জেলায় ইউনিভার্সেল এমিটির কম্বল বিতরণ
২৭, ২৮ ও ২৯ নভেম্বর উত্তরবঙ্গের পঞ্চগড়, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলায় শীতার্ত অসহায় প্রায় দেড় হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিভার্সাল এমিটি (Universal Amity)।
প্রথম দিন পঞ্চগড় জেলার বোদা, দেবিগঞ্জ ও তেতুলিয়া থানায় মোট ৫০০ কম্বল বিতরণ করে। দ্বিতীয় দিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সরকার পাড়া, বজরা হুসাইনিয়া মাদ্রাসা এবং নতুন অনন্তপুরে অতি দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করে ৫০০ কম্বল।
আজ রোববার সকাল থেকে লালমনিরহাটের আদিতমারীতে কম্বল বিতরণের মাধ্যমে শুরু হয়েছে তৃতীয় দিনের কার্যক্রম। আজও মোট ৫০০ কম্বল বিতরণ করা হবে। এর মধ্য দিয়ে উইন্টার কেয়ারের আওতায় প্রথম পর্বে ১৫০০ কম্বল বিতরণ সম্পন্ন হবে।
উল্লেখ্য, এই এলাকাগুলোতে এখনো কোনো সংগঠন সহযোগিতায় এগিয়ে আসেনি। সংগঠনের প্রতিষ্ঠাতাসহ অন্যান্য সদস্যরা স্বশরীরে উপস্থিত থেকে ওই কার্যক্রম সম্পন্ন করছেন।
গত অক্টোবরের মাঝামাঝি থেকে ইউনিভার্সেল এমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পেজ ও গ্রুপে উত্তরবঙ্গের মানুষদের জন্য কম্বল আহবান জানায়। সবার সহযোগিতায় প্রথম পর্বে মানুষের মাঝে কম্বল তুলে দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যরা। এ বছর শীতজুড়ে শীতার্তদের সহযোগিতা করতে চান বলে জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান।
তিনি আরও বলেন, 'আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণে অবহেলিত মানুষদের সাহায্য করছি। কারও ঘর তুলে দিচ্ছি, কিছু মানুষের জন্য খাবারের ব্যবস্থা করছি, কারও কাছে শিক্ষার সামগ্রী সরবরাহ করছি। সর্বোপরি আমরা চেষ্টা করছি অসহায় মানুষদের সাহায্য করতে। আপনাদের সহযোগিতা আমাদের এ কাজকে আরও উৎসাহ দেবে। আমরা সাড়া পাচ্ছি। আশা করছি এ বছর সকলের সহযোগিতায় অন্তত ২০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র পৌছে দিতে পারব।'
ইউনিভার্সেল এমিটির কার্যক্রমে সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজে: www.facebook.com/universalamitybd।